গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রণালয়/বিভাগের নাম: জনপ্রশাসন মন্ত্রণালয়
বিষয়ঃ ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ।
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
ক্রমিক নং |
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা/আইডিয়ার নাম |
সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ |
সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না |
সেবার লিংক |
মন্তব্য |
১. |
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘গাড়ি সেবা’ নামক সেবা বক্স তৈরি |
প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়নের আওতায় ঋণ গ্রহণকারী কর্মকর্তাদের অবচয় সুবিধাসহ কিস্তি পুনঃনির্ধারণ, গাড়ি অবমুক্তকরণসহ বিভিন্ন প্রকার সরকারি আদেশ আপলোড করা হয়। যার ফলে কর্মকর্তাগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদান সহজতর হয়। |
সেবাটি কার্যকর |
হ্যাঁ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে |
|
|
২. |
EFT এর মাধ্যমে কল্যাণ অনুদানের অর্থ প্রদান |
কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মৃত্যূবরণ করলে বা অক্ষমতাজনিত অবসর গ্রহণ করলে সরকার কর্তৃক যথাক্রমে ৮,০০,০০০/ টাকা ও৪০০,০০০/- আর্থিক অনুদান প্রদান করা হয়। পূর্বে উক্ত অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করা হতো। বর্তমানে সেবা সহজিকরণ করে ডিজিটাইজেশনের মাধ্যমে EFT পদ্ধতিতে সরাসরি আবেদনকারীর ব্যাংক হিসোবে অনুদানের অর্থ প্রদান করা হচ্ছে। |
সেবাটি বর্তমানে চালু রয়েছে |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে। তাদের টিভিসি কমেছে। |
|
|
৩. |
Web Based e-Store Management Software |
অনলাইনে চাহিদার পরিপ্রেক্ষিতে প্রাধিকারভুক্ত কর্মকর্তাদের মালামাল সরবরাহ করা হয়। |
সেবা/ আইডিয়াটি কার্যকর রয়েছে। |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন। |
|
|
৪. |
Online Telephone Directory (Android & IOS based App & web version) |
সকল মন্ত্রণালয়/বিভাগের টেলিফোন, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানাসহ তথ্য এই সেবায় অন্তর্ভুক্ত করা হয়েছে। |
সেবাটি কার্যকর আছে |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন |
পেমেন্টজনিত কারণে IOS প্ল্যাটফর্মে আপাতত পাওয়া যাচ্ছে না। Online Telephone Directory (Android based App & web version) |
|
৫. |
Online Reporting System |
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনলাইনভিত্তিক রিপোর্টিং ব্যবস্থা |
সেবাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন |
মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক কর্মকর্তা/ব্যক্তিগত কর্মকর্তা এবং শাখা কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চলমান। |
|
৬. |
www.bpaa.gov.bd সফটওয়্যারের মাধ্যমে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ এর প্রাপ্ত আবেদন সমূহের বাছাই প্রক্রিয়া। |
পূর্বে যেখানে পদকের বিষয়ে ম্যানুয়ালী আবেদন করা হতো, বর্তমানে এ সফটওয়্যার ব্যবহার করার কারণে প্রয়োজনীয় তথ্যসহ আবেদনকারীগণ অনলাইনে আবেদন করতে পারছে। কেন্দ্রীয়ভাবে আবেদনসমূহ মনিটরিংও করা যাচ্ছে। |
হ্যা, কার্যকর আছে। |
পাচ্ছে। |
ইনোভেশন ধারণাটি অভ্যন্তরীণ সেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ব্যবহৃত হচ্ছে। |
|
৭. |
বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদেরকে নামের শেষে এনডিসি লেখার অনুমতি প্রদান |
কর্মকর্তাগণ নিজেই ওয়েবসাইটে ‘বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদেরকে নামের শেষে এনডিসি লিখতে পারবেন। |
সেবাটি www.my gov.bd. ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন |
https://www.mygov.bd/services?type=office#doptorOriginService2 |
|
৮. |
ডিজিটাইজকৃত আইডিয়া ‘Disciplinary Action’ নামক ডাটাবেইজ |
শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের সকল বিভাগীয় মামলার তথ্য ‘Disciplinary Action’ নামক ওয়েব-বেজড ডাটাবেইজে সংরক্ষণ |
ডিজিটাইজকৃত আইডিয়া ‘Disciplinary Action’ নামক ডাটাবেইজ |
শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের সকল বিভাগীয় মামলার তথ্য ‘Disciplinary Action’ নামক ওয়েব-বেজড ডাটাবেইজে সংরক্ষণ |
ডিজিটাইজকৃত আইডিয়া ‘Disciplinary Action’ নামক ডাটাবেইজ |
|
৯. |
ডিজিটাইজকৃত আইডিয়া ‘Anti-Corruption’ নামক ডাটাবেইজ |
সকল সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক থেকে প্রেরিত দূর্নীতি সংক্রান্ত তথ্য ‘Anti-Corruption’ নামক ওয়েব-বেজড ডাটাবেইজে সংরক্ষণ |
ডিজিটাইজকৃত আইডিয়া ‘Anti-Corruption’ নামক ডাটাবেইজ |
সকল সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক থেকে প্রেরিত দূর্নীতি সংক্রান্ত তথ্য ‘Anti-Corruption’ নামক ওয়েব-বেজড ডাটাবেইজে সংরক্ষণ |
ডিজিটাইজকৃত আইডিয়া ‘Anti-Corruption’ নামক ডাটাবেইজ |
|
১০. |
সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক প্রদত্ত সেবা সহজীকরণ |
১) প্রাথমিকভাবে ০৩টি মন্ত্রণালয়কে নির্বাচন করে উক্ত মন্ত্রণালয়সমূহ সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের কাজে কী কী সমস্যার সম্মুখীন হয় তা এবং সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ তাদের সেবা প্রদানে কী কী সমস্যার সম্মুখীন হয় তা নির্ধারণ করা হয়। ২) প্রতিটি মন্ত্রণালয়/বিভাগের প্রতিনিধিদের নিয়ে মোট ০৪টি অবহিতকরণ কর্মশালা আয়োজনের মাধ্যমে উক্ত সমস্যাগুলো সমাধানের উপায় নির্ধারণ করা হয়। ৩) সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ প্রদত্ত সেবা (পদ সৃজন/বিলপ্তিকরণ, সংরক্ষন, স্থায়ীকরণ, যানবাহন টিওএন্ডই-তে অন্তর্ভুক্তকরণ, সাংগঠনিক কাঠামো অনুমোদন) সহজীকরণের লক্ষ্যে চেকলিস্টসমূহ আরও সহজীকরণ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শন করা হয়েছে। |
সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক প্রদত্ত সেবা সহজীকরণ |
১) প্রাথমিকভাবে ০৩টি মন্ত্রণালয়কে নির্বাচন করে উক্ত মন্ত্রণালয়সমূহ সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের কাজে কী কী সমস্যার সম্মুখীন হয় তা এবং সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ তাদের সেবা প্রদানে কী কী সমস্যার সম্মুখীন হয় তা নির্ধারণ করা হয়। ২) প্রতিটি মন্ত্রণালয়/বিভাগের প্রতিনিধিদের নিয়ে মোট ০৪টি অবহিতকরণ কর্মশালা আয়োজনের মাধ্যমে উক্ত সমস্যাগুলো সমাধানের উপায় নির্ধারণ করা হয়। ৩) সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ প্রদত্ত সেবা (পদ সৃজন/বিলপ্তিকরণ, সংরক্ষন, স্থায়ীকরণ, যানবাহন টিওএন্ডই-তে অন্তর্ভুক্তকরণ, সাংগঠনিক কাঠামো অনুমোদন) সহজীকরণের লক্ষ্যে চেকলিস্টসমূহ আরও সহজীকরণ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শন করা হয়েছে। |
সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক প্রদত্ত সেবা সহজীকরণ |
|
১১ |
বি.সি.এস (প্রশাসন) ক্যাডারভুক্ত সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার/উপজেলা নির্বাহী অফিসার/ অতিরিক্ত জেলা প্রশাসক/জেলা প্রশাসকগণের অর্জিত ছুটি (বহির্বাংলাদেশ) মঞ্জুর |
সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসকের অর্জিত ছুটি (বহির্বাংলাদেশ) মঞ্জুরের আবেদন বিভাগীয় কমিশনার এর স্থলে জেলাপ্রশাসক ই-নথির মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবে এবং বিভাগীয় কমিশনারকে অনুলিপি প্রদান করবে। এক্ষেত্রে সেবা প্রদানে একটি ধাপ কমানো হয়েছে। জেলা প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের অর্জিত ছুটি (বহির্বাংলাদেশ) মঞ্জুরের আবেদন বিভাগীয় কমিশনারের মাধ্যমে ই-নথিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবে। |
সেবা্/আইডিয়াটি কার্যকর আছে। |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে |
১.https://mopa.gov.bd/sites/ default/files/files/mopa.gov.bd/ notification_circular/ 318648a7_9090_466a_9747_e9eb4ec7c867/ fa2-2021-62.PDF ২. http://forms.mygov.bd/sites/default/files /files/dscc.portal.gov.bd/forms/ |
|
১২. |
ক্যাডারবহির্ভূত সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাগণের চাকরি স্থায়ীকরণ। |
ক্যাডারবহির্ভূত সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাগণের চাকরি স্থায়ীকরণের আবেদনের সংযুক্তি হিসাবে এসএসসি পাসের সনদের সত্যায়িত কপি বাদ দেয়া হয়েছে এবং ই-নথিতে আবেদন অন্তর্ভুক্ত করা হয়েছে। |
সেবা্/আইডিয়াটি কার্যকর আছে। |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে |
- |
|